সোমবার দুফুরে মেটেলি ব্লকের সামসিং থেকে চিলৌনি গামী প্রধানমন্ত্রী গ্রামীণ সরক যোজনার রাস্তায় বাইক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়, জখম হয় ১ জন। মৃতের নাম অনিল উরাও (২৫)। বাড়ি মেটেলি ব্লকের নাগেশ্বরী চাবাগানে। স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন দুফুরে সামসিং পাহাড়ি এলাকা থেকে একটি বাইকে চেপে মৃত অনিল ও তার এক বন্ধু চিলৌনি অভিমুখে আসছিল। গ্রামীণ সরক যোজনার পথে একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অনিলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন জখম যুবককে উদ্ধার করে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে আসে। অপর দিকে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও বাইকটি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানাগেছে, আগামী কাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।