১৮জানুয়ারি। এখন শুখার মরসুম। মাঝেমধ্যে বস্তি এলাকায় কাঠের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাড়িঘরের সম্পদ।
এইরকম ভাবে সোমবার শেষ রাতে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ভূট্টাবাড়ি বনবস্তিতে জনৈকা ফুলমায়া শর্মা নামের বাসিন্দার বাড়ি অগ্নিকাণ্ডের জেরে সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয় প্রয়োজনীয় কাগজপত্র, মোটরসাইকেল, নগদ টাকা,ফ্রিজ আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী। খবর পেয়ে মালবাজার থেকে দমকলের দুটি ইঞ্জিন ছুটে যায়।কিন্তু, তার আগেই সব ভস্মীভূত হয়ে যায়।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ঘরের ভিটার খুটি ছাড়া আর কিছুই নাই।
স্থানীয় লোকজন জানায়, রাত তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তে লেলিহান শিখায় জ্বলে ছাই হয়ে যায় বাড়িঘর। কোনক্রমে বাড়ি বাসিন্দারা প্রানে রক্ষা পায়। কোন রকম জখম বা আহতের ঘটনা না হলেও বাড়ি সম্পদ ছাই হয়ে গেছে।
বাড়ির মালিক ফুলমায়া শর্মা জানান, আগুনের তেজ এতটা মারাত্মক ছিল যে কোন কিছু রক্ষা করা যায়নি। বাড়ি করার জন্য রাখা নগদ ১ লক্ষ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র,আসবাবপত্র মোটরসাইকেল, ভ্যানরিক্সা, টিভি সব জ্বলে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচতে পারিনি। একেবারে সর্বসান্ত হয়ে গেছি।
স্থানীয়রা জানান, এই ভয়ংকর আগুনে ছাগল, মুরগী সহ পালিত প্রানীও মারা গেছে।
আগুন লাগার কারণ সম্পর্কে কেউ সেরকম বলতে পারেনি।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|