ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠির বিভিন্ন এলাকায় অজগর সাপ বারবার দেখা মিলছে।
আজ সাত সকালে অজগর গধেয়ারকুঠির ভান্ডানী বড়বাড়ি এলাকা থেকে নয় ফুট লম্বা অজগর সাপ ধরা পড়লো বিমল রায়ের বাড়িতে ।
স্থানীয়রা জানান যে বর্ষাকাল আসার আগের মুহূর্ত থেকে প্রতিবছরে প্রায় প্রায় অজগর বেড় হয়ে থাকে। কখনো পুকুরপাড়ে কখনো বা হাঁস মুরগি খেতে আবার কখনও জমির খেতে বাড়ি আশেপাশেই দেখা মেলে।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|