কলকাতা থেকে ঘুরতে এসেছিলেন ডুয়ার্সে। সেই ভ্রমণ শেষ করে আর বাড়ি ফেরা হলনা এক পর্যটকের। আচমকা অসুস্থ হয়ে মারা গেলেন তিনি। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের ধুপঝোড়া পর্যটন কেন্দ্র এলাকায়। মৃত ব্যক্তির নাম শান্তনু দাসগুপ্ত। বয়স ৬৫ বছর। বাড়ি কলকাতার টালিগঞ্জ এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, পরিবারের অন্যান্যদের সাথে গত মঙ্গলবার ডুয়ার্সে ঘুরতে এসেছিলেন ওই ভ্রমণ পিপাসু পর্যটক। উঠেছিলেন ধুপঝোড়া এলাকার এক বেসরকারি রিসোর্টে। বৃহস্পতিবার সকালে আচমকাই ওই পর্যটক শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। রিসোর্ট কর্তৃপক্ষ দ্রুত তাকে মঙ্গলবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। স্থানীয়দের অনুমান সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|